উত্ত্যক্ত প্রতিরোধে শিক্ষার্থী ও শিক্ষকদের মানববন্ধন
লক্ষ্মীপুরে উত্ত্যক্ত প্রতিরোধে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার দুপুরে সদর উপজেলার পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে বিদ্যালয়ের হলরুমে এক সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বিদ্যালয়ে আসা ও যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ ও প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ণ রাখতে সবার সহযোগিতা চেয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ মাহমুদ বাকি। এ সময় অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।