ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসের র্যালি

ফরিদপুর শহরে আন্তর্জাতিক প্রবীণ দিবসের র্যালি। ছবি : এনটিভি
‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি নিশ্চতকরণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রবীণদের নিয়ে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডা. এম এ জলিলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) সরদার সরাফত আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ এস এম আলী আহসান, প্রবীণ হিতৈষী সংঘের মুহাম্মদ আবদুস সামাদ প্রমুখ।