নগরকান্দায় নারীর লাশ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে নিজ বাড়ি থেকে মমতাজ বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
নগরকান্দা থানার উপপরিদর্শক লিয়াকত হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ওই নারীর বাবা আলীমুদ্দিন বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করছেন।’
মমতাজের স্বামীর নাম মো. ইদ্রিস বলে জানা গেছে।