চার আরোহীর মোটরসাইকেলকে চাপা দিল ট্রাক, নিহত ২

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চার আরোহীর একটি মোটরসাইকেলকে ট্রাক চাপা দিলে দুজন নিহত ও বাকি দুজন আহত হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় উপজেলার নগরকান্দা-পুরাপাড়া আঞ্চলিক সড়কের কোদালিয়া ইউনিয়নের বেলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহতরা হলেন উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড়পাইককান্দি গ্রামের রহমান খানের ছেলে ইসমাইল খান (২০) ও একই গ্রামের মৃত আবদুর রব মাতুব্বরের ছেলে কাইউম মাতুব্বর (২১)।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসার উদ্দিন জানান, নগরকান্দা থেকে পাটবোঝাই একটি ট্রাক পুরাপাড়া বাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি বেলবাড়িয়া নামক স্থানে পৌঁছালে নগরকান্দাগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন।
দুর্ঘটনায় ইসমাইল (২০) ঘটনাস্থলে ও কাইউম নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন একই গ্রামের আলতাফ মাতুব্বরের ছেলে হাসিবুল মাতুব্বর (২০) এবং বাবুর খানের ছেলে আল-আমিন (২০)।
আহতদের মধ্যে হাসিবুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাঁকে জরুরিভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা। আর আল-আমিনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজী সাব্বির বিষয়টি নিশ্চিত করেছেন।
মোটরযান আইন অনুযায়ী, একটি মোটরসাইকেলে সাধারণত চালকসহ দুইজন ওঠার নিয়ম রয়েছে। এক্ষেত্রে চালক ও অপর আরোহীর হেলমেট পড়া বাধ্যতামূলক।