ট্রাকের ধাক্কায় বাস খাদে, আহত ৩০
সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সাতক্ষীরার কলারোয়ার পলাশ ও যশোরের ঝিকরগাছার আবদুস সামাদ। আহত সবাইকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, বাসটি সাতক্ষীরা থেকে যশোরের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় এটি সড়কের পাশে ধানক্ষেতে থাকা সামান্য পানিতে পড়ে।