চার জামায়াত নেতা আটকের দাবি, ‘জানে না’ পুলিশ
সাতক্ষীরা জেলা জামায়াতের চার শীর্ষ নেতাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ‘আটক’ করে নিয়ে গেছে বলে দাবি করেছে দলটি। তবে ডিবি পুলিশ বলছে, তারা এ ব্যাপারে কিছুই জানে না।
জেলা জামায়াতের প্রচার সম্পাদক মো. আজিজুর রহমান আজ শুক্রবার এনটিভি অনলাইনকে বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একসঙ্গে ঢাকা যাচ্ছিলেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির রবিউল বাসার, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল ও কর্ম পরিষদ সদস্য আবদুল বারী।
সাভারের নবীনগর বাসস্ট্যান্ড থেকে তাঁদের ডিবি পুলিশের পরিচয়ে আটক করা হয় দাবি করে জেলা জামায়াতের প্রচার সম্পাদক বলেন, ‘তারা এখন কোথায় সে সম্পর্কে কিছুই জানতে পারিনি আমরা।’
তবে সাতক্ষীরা জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা এ বাপারে কিছুই জানি না।’