ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২০
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ মঙ্গলবার সকালে ইউনিয়নের ডেনিস এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওগামী যাত্রীবাহী একটি বিআরটিসি বাস ডেনিস এলাকার বাঁকা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পঞ্চগড়গামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। সে সময় ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকাল ৯টার দিকে ডেনিস এলাকায় ট্রাক ও বিআরটিসি বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী সেখানে পৌঁছায়। সে সময় ট্রাকচালক লিপনকে (৪০) গাড়ির নিচে আটকে পড়া অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে গাড়ি কেটে উদ্ধার করা হয়। তিনি গুরুতর আহত।’
আহত ২০ জনকেই উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে নেওয়া হয়। পরে ট্রাকচালকসহ মুমূর্ষু দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃষ্টিপাতের কারণে উদ্ধার প্রক্রিয়া কিছুটা বিঘ্নিত হলেও বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছে পুলিশ।