জাপানি নাগরিক হত্যার বিচার চাইলেন বার্নিকাট
রংপুরের মাহীগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক জাপানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। একই সঙ্গে তিনি হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় বার্নিকাট বলেন, ‘রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি হোশির পরিবার, বন্ধু ও জাপানের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আমি এই অপরাধের প্রতিটি বিষয় তদন্ত করে যত দ্রুত সম্ভব হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
আজ শনিবার সকাল ১০টার দিকে রংপুর সদরের মাহীগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ওই জাপানি নাগরিক নিহত হন। এনটিভি অনলাইনের তথ্যমতে, তাঁর নাম হোসি কমিও। তিনি রংপুরের একটি কৃষি প্রকল্পে কর্মরত ছিলেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, গুলিতে হোসিকমিওর মৃত্যু হয়েছে। তাঁর বুকে, পাঁজরে ও হাতে গুলি লেগেছে। তাঁর হাতের রগ কেটে দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে চেসারে তাভেলা (৫০) নামের ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গুলশানে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। তাঁর হত্যারহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ঠিক সেই মুহূর্তে রংপুরে একই ধরনের ঘটনা ঘটল।