বিএনপি এলে আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আবার ক্ষমতায় এলে আবারও হাওয়া ভবন হবে। আবার ক্ষমতায় এলে আবারও দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হবে।’
আজ রোববার সকালে নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ী বাজার, চাটখিল, রামগঞ্জসহ বিভিন্ন এলাকায় পথসভা ও নির্বাচনী সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আবারও খুন-সন্ত্রাস, এই বাংলার মাটিতে আবারও ২০০১ সালের মতো অন্ধকার নেমে আসবে।’
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সেনবাগ-সোনাইমুড়ী আসনের আওয়ামী লীগ প্রার্থী মোর্শেদ আলম, চাটখিলের প্রার্থী এ এইচ এম ইব্রাহিম, সেনবাগ পৌর মেয়র আবু জাফর টিপুসহ স্থানীয় নেতারা।