লক্ষ্মীপুরে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলায় মো. শিপন (২৭) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার গনিপুরের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিপনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিপনের লাশ উদ্ধার করে। তিনি আরো বলেন, শিপন একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।