বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেফাজতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
আজ রোববার ডাকযোগে স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে আইনজীবী ইউনুছ আলী আকন্দ উল্লেখ করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।
১ অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ র্যাব হেফাজতে মৃত্যুবরণ করেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থেকে ওমর সিরাজসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে দুদিনের রিমান্ড শেষে ২৪ সেপ্টেম্বর মামলা র্যাবের কাছে হস্তান্তর করা হয়। র্যাব-৪ গত ২৮ সেপ্টেম্বর ওমর সিরাজকে আবারো দুদিনের রিমান্ডে নেয়। সেখানে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।