মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি জানিয়েছেন, এ ভর্তি পরীক্ষার ফল বহাল থাকবে।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘বিভিন্ন সংস্থা বিষয়টি তদন্ত ও অনুসন্ধান করেছে। তবে প্রশ্ন ফাঁসের যে গুজব বা অভিযোগ উঠেছে, তার সত্যতা পাওয়া যায়নি। আমি নিজেও ইনকোয়ারি করেছি। প্রমাণ পেয়েছি যে প্রশ্নপত্র ফাঁস হয়নি।’
যদি প্রশ্নপত্র ফাঁস না হয়ে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন কর্মকর্তাকে আটক করা হলো এবং র্যাব হেফাজতে তিনি মারা গেছেন। প্রশ্নপত্র ফাঁস না হলে তাঁকে কেন আটক করা হয়েছিল—তা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস নয়, বরং এ নিয়ে তিনি যে প্রতারণা করেছেন এবং ভুয়া প্রশ্নপত্র ছড়িয়েছিলেন, সেই অভিযোগে তাঁকে আটক করা হয়।
যাঁরা পরীক্ষা বাতিলের আন্দোলন করছেন, তাঁদের ঘরে ফিরে যেতে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। সে সঙ্গে পরীক্ষা বাতিলের আন্দোলনের সঙ্গে যেসব শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তি একাত্মতা প্রকাশ করেছেন, তাঁদের নিজ কার্যালয়ে আসার আমন্ত্রণ জানান তিনি। তাঁর কার্যালয়ে এসে যেন এক কাপ চা খেয়ে তাঁর সঙ্গে কথা বলার অনুরোধ জানান।
এ ছাড়া কোচিং-বাণিজ্য বন্ধের উদ্যোগ নেওয়ার কথাও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। আগামী বছর থেকে মেডিকেলে ভর্তির জন্য কোচিং সেন্টার বন্ধের উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।