ধূমপায়ীরা মেডিকেলে ভর্তি হতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতার ক্ষেত্রে মেধার পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীকে মাদকমুক্ত ও অধূমপায়ী হতে হবে। নতুবা সে মেডিকেল কলেজে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবে না।
স্বাস্থ্যমন্ত্রী আজ সিরাজগঞ্জের কাজীপুরে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক আয়োজিত কিশোরী সমাবেশ এবং সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলী বেসরকারি মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা আরজু, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. দেবপদ রায় প্রমুখ।
মোহাম্মদ নাসিম বলেন, সুস্বাস্থ্যের অধিকারী চিকিৎসকই জাতিকে নিশ্চিত সেবা দিতে পারেন। এ বছর থেকে সম্ভব নয় বিধায় আগামী বছর থেকে এ নিয়ম প্রয়োজ্য হবে।
দেশের দুই কোটি কিশোরীকে স্বাস্থ্যসচেতন হওয়ার পাশাপাশি নেতৃত্ব দেওয়ার যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। দেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং প্রশাসনের উচ্চপর্যায়ে অনেক নারী কর্মকর্তা রয়েছেন।
এ দিকে দুপুরে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং স্কুলের জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় বক্তব্য দেন।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহনাজ মাহফুজা পারভীন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।