ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ফরিদপুর কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত আলী আকবর ফকির (৮০) ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামের মৃত গোলাপদী ফকিরের ছেলে। একটি হত্যা মামলায় ২০০৯ সালে তাঁর যাবজ্জীবন সাজা হয়। তার পর থেকেই কারাগারে ছিলেন তিনি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস জানান, আলী আকবর ফকির মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন।
ফরিদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) আবুল কালাম আজাদ এনটিভি অনলাইনকে জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে অসুস্থ হয়ে পড়েন কয়েদি আলী আকবর। তাঁকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৬টার দিকে তিনি মারা যান।
আলী আকবরের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।