চলে গেলেন সুচিত্রা সেনের বান্ধবী অঞ্জলী গোস্বামী
বাংলা চলচ্চিত্রের মহানায়িকা ও পাবনার মেয়ে সুচিত্রা সেনের কিশোরী বয়সের সহপাঠী ও ঘনিষ্ঠ বান্ধবী অঞ্জলী রানী গোস্বামী আর নেই। গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় পাবনা শহরের দিলালপুর এলাকায় নিজ বাড়িতে তিনি পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
অঞ্জলী গোস্বামীর স্বামীর নাম অমিত রঞ্জন গোস্বামী। বাবা জগেন্দ্রনাথ চক্রবর্তী। অঞ্জলী চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে পাবনা মহাশ্মশানে দাহ করা হয়।
অঞ্জলী রানী গোস্বামী মহানায়িকা সুচিত্রা সেনের সহপাঠী ছিলেন। তিনি সুচিত্রা সেনের সঙ্গে পাবনার মহাকালি পাঠশালায় (পরে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। সুচিত্রা সেন বিয়ের পর কলকাতায় চলে গেলেও তিনি পাবনায় থেকে যান।
স্মৃতিচারণা করতে গিয়ে অঞ্জলী গোস্বামী তাঁর বান্ধবী সুচিত্রা সেন সম্পর্কে পাবনাবাসীসহ সারা দেশের মানুষের সামনে বহু অজানা তথ্য তুলে ধরেছেন।
অঞ্জলী রানী গোস্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, সাধারণ সম্পাদক ডা. রাম দুলাল ভৌমিকসহ পরিষদের সদস্যরা।