Beta

নির্বাচনে বিদেশি সাংবাদিকদের জন্য বিএনপির মিডিয়া সেন্টার

২৭ ডিসেম্বর ২০১৮, ২২:৫৯

নিজস্ব সংবাদদাতা

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিয়মিত সংবাদ পরিবেশন, ব্রিফিং ও তথ্য সরবরাহের জন্য বাংলাদেশে আগত বিদেশি সাংবাদিকদের জন্য পৃথক মিডিয়া সেন্টার গঠন করেছে বিএনপি।

মিডিয়া সেন্টারের দায়িত্বে থাকবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

বৃহস্পতিবার রাতে নজরুল ইসলাম খান স্বাক্ষরিত মিডিয়া সেন্টার গঠনের একটি বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন শামসুদ্দিন দিদার।

ভোটের দিন সকাল থেকে ভোটের ফলাফল সম্পন্ন হওয়া পর্যন্ত গুলশান ২ এর ৮৬ নম্বর রোডের ৬ নম্বর বাসায় মিডিয়া সেন্টারটি সক্রিয় থাকবে বলে জানানো হয় বিবৃতিতে।

বিদেশি সাংবাদিকদের মিডিয়া সেন্টারে এসে সংবাদ সংগ্রহ করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি।

Advertisement