আহলে হাদিস নেতা ওবায়দুল্লাহ নিখোঁজের ঘটনায় মামলা
তিনদিন পার হলেও সাতক্ষীরার কলারোয়া থেকে অপহৃত জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ গজনফরের এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কিছু জানে না। ওবায়দুল্লাহ অরাজনৈতিক সংগঠন জমিয়তে আহলে হাদিসের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম জানান, ওবায়দুল্লাহ গজনফরের মেয়ে কলেজশিক্ষিকা মাহমুদা আখতারী মুন্নি বাদী হয়ে গত শুক্রবার বিকেলে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগই শনিবার অপহরণ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
ওসি আরো জানান, এরই মধ্যে মামলাটি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) হিমেলের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার বিকেল পর্যন্ত ওবায়দুল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ আসল রহস্য উদঘাটনের জন্য মাঠে নেমেছে।
এদিকে গতকাল শনিবার দুপুরে গজনফরের মেয়ে মাহমুদা আখতারী মুন্নি সাতক্ষীরা প্রেসক্লাবে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওবায়দুল্লাহ গজনফর ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খলিলুর রহমান মোটরসাইকেলে করে সাংগঠনিক কাজে বাড়ি থেকে বাগ আঁচড়ার বোর্ডখানায় যাচ্ছিলেন।
পথে কলারোয়ার তুলশিডাঙ্গা এলাকায় পৌঁছানোর পর পেছন দিক থেকে দুটি মাইক্রোবাস এসে তাদের গতিরোধ করে। এ সময় সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি ওবায়দুল্লাহকে মাইক্রোবাসে তুলে দ্রুত যশোরের দিকে চলে যায়। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
মাহমুদা আখতারী মুন্নি তাঁর বাবাকে উদ্ধারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, ‘আমার বাবা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন।’
সাতক্ষীরা জেলা জমিয়তে আহলে হাদিসের সভাপতি মাওলানা রফিউদ্দিন আনছারী জানান, আজ দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর ওবায়দুল্লাহ গজনফরের পরিবার ও সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছেন।