রাজধানীতে মানবপাচারকারী সন্দেহে ৯ জন আটক
রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানবপাচারকারী চক্রের সদস্য সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও দাবি করে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো ওই খুদেবার্তায় বলা হয়, ‘রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের নয় সদস্যকে বিভিন্ন দেশের জাল ভিসা এবং ভিসা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে র্যাব।’
এ বিষয়ে আজ র্যাবের সদর দপ্তরে বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও ওই খুদেবার্তায় উল্লেখ করা হয়।