পঞ্চগড়ের দুটি আসনেই আওয়ামী লীগের জয়
পঞ্চগড় জেলার দুটি আসনেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা। পঞ্চগড়-১ আসনে নির্বাচিত হয়েছেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ মো. মজাহারুল হক প্রধান ও পঞ্চগড়-২ আসনে নির্বাচিত হয়েছেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সাংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মজাহারুল হক প্রধান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৩৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির সানি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৩৯ ভোট। ৪২ হাজার ৮৪৯ ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মজাহারুল হক প্রধান। ২০০৮ সালের নির্বাচনেও তিনি এ আসনে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৫৯৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ১১ হাজার ২৯৫ ভোট। ৫৮ হাজার ২৯৯ ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। ২০০৮, ২০১৪ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মজাহারুল হক প্রধান ও পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।