রাজশাহী ও চট্টগ্রামে হচ্ছে মেডিকেল বিশ্ববিদ্যালয়
রাজশাহী ও চট্টগ্রামে দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজকে আলাদা দুটি আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। এ বিষয়ক একটি প্রস্তাব মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫ এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫-এর খসড়া দুটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আদলে এ দুটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। চট্টগ্রাম অঞ্চলের যত মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট আছে, তা এই বিশ্ববিদ্যালয়ের আওতায় চলে যাবে।
একইভাবে রাজশাহী অঞ্চলের মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটগুলো এই বিশ্ববিদ্যালয়ের আওতায় চলে যাবে।’
বিশ্ববিদ্যালয়ের আইন দুটি উত্থাপন করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।
এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধন) আইন, ২০১৫ অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আইনটি উত্থাপন করে।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আইনটি আগেই মন্ত্রিসভা অনুমোদন করেছে। তবে আইন হিসেবে কার্যকর করার জন্য আইন অনুযায়ী জাতীয় সংসদে তা বিল আকারে পাস করতে হয়। এখন কোনো সংসদ অধিবেশন না থাকায় এই আইন গুরুত্বপূর্ণ ও জরুরিভাবে কার্যকর করা প্রয়োজন।’ এ কারণে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি করা প্রয়োজন বলেও জানান সচিব।
আন্তর্জাতিকভাবে মানি লন্ডারিং প্রতিরোধে কাজ করে এমন একটি আন্তর্জাতিক সংস্থা শিগগিরই বাংলাদেশে আসছে জানিয়ে সচিব বলেন, ‘ফলে এটি অধ্যাদেশ আকারে জারি করার প্রয়োজন দেখা দিয়েছে।’
এ ছাড়া প্রধানমন্ত্রী জাতিসংঘের চ্যাম্পিয়নস অব দি আর্থ ও আইটিইউ পুরস্কার পাওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়।