রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারী (৩৫) নিহত হয়েছেন।
আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।
রেলওয়ের বিমানবন্দর স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খিলক্ষেত ওভারব্রিজসংলগ্ন রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। নিহত নারীর নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।