খিজির খানের গলায় আট ইঞ্চি ক্ষত
গলা কেটেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ খিজির খানের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা এ কথা জানিয়েছেন।
urgentPhoto
হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক প্রদীপ কুমার আজ মঙ্গলবার দুপুরে জানান, ধারালো অস্ত্রের আঘাতেই খুন হয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান। দুর্বৃত্তরা তাঁর গলার ডান দিক থেকে বাম দিকে আঘাত করে। এতে তাঁর গলায় প্রায় আট ইঞ্চি ক্ষতের সৃষ্টি হয়। এতেই মৃত্যু হয়েছে তাঁর।
ময়নাতদন্ত শেষে দুপুর ১টার দিকে খিজির খানের মরদেহ বাড্ডায় তাঁর নিজ বাসায় পাঠানো হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মধ্য বাড্ডায় নিজ বাসায় খুন হন খিজির খান। ছয়তলা বাসার তৃতীয় তলায় সপরিবারে বাস করতেন তিনি। একই ভবনের দ্বিতীয় তলায় ছিল খানকা শরিফ। একটি বিশেষ তরিকার অনুসারী রহমতিয়া খানকা শরিফটি তিনিই পরিচালনা করতেন।
পরিবারের সদস্যরা জানান, ছয় থেকে আটজন মিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। দুবৃর্ত্তরা এ সময় তাঁদের বেঁধে রাখে।