আত্মসমর্পণের আরো সময় পেলেন ফখরুল
নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মসমর্পণের মেয়াদ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে আগামী ২ নভেম্বর তাঁকে এই তিন মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এবং যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন বহাল রেখেছেন আদালত।
এ তিন নেতার আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সগির হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলারুজ্জামান।
এর আগে গত ১৩ জুলাই আপিল বিভাগ ফখরুলের অসুস্থতা বিবেচনায় নিয়ে এ তিন মামলায় ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন।
এরপর এ মামলাগুলোতে আত্মসমর্পণের জন্য ছয় সপ্তাহ সময় বাড়িয়ে দেন আপিল বিভাগ। আজ দ্বিতীয়বারের মতো আবারও সময় বাড়ালেন আদালত।
জামিন নিয়ে মির্জা ফখরুল উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর যান। পরে সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যান। গত ৩১ আগস্ট মির্জা ফখরুলের আবেদনের পরিপ্রেক্ষিতে আত্মসমর্পণের মেয়াদ আরো ছয় সপ্তাহ বাড়ান আপিল বিভাগ।
গত ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
অপরদিকে স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় গত ১৩ জুলাই তাঁকে হাইকোর্ট জামিন দেন। এসব জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আজ শুনানি শেষে আদালত জামিন বহাল রাখেন। তবে আরো একটি মামলায় কারাগারে আটক থাকায় এখনই আনোয়ার বের হতে পারছেন না।
অপরদিকে যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের আজ ২৭টি মামলায় জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
চলতি বছরের জানুয়ারি মাসে যাত্রাবাড়ী, পল্টন, মিরপুর, মোহাম্মদপুর, মুগদা, লালবাগ, মতিঝিল, বিমানবন্দর থানায় এসব মামলা দায়ের করা হয়। গত ১৩ জুলাই ৪৮টি মামলায় জামিন দেন হাইকোর্ট। এসব মামলার মধ্যে ২৭টি মামলায় রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করলে আজ শুনানি শেষে আদালত জামিন বহাল রাখেন।