বগুড়া জেলা যুবদল সভাপতি গ্রেপ্তার
নাশকতার মামলায় বগুড়া জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের মালতীনগরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২টায় পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি বিশেষ টিম তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এসপি আরো জানান, জেলা যুবদল সভাপতির বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের মামলা রয়েছে।