রানীনগরে জামায়াতের সহকারী সেক্রেটারি গ্রেপ্তার
নওগাঁর রানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আনজির হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রানীনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পারইর ইউনিয়নের বোহার গ্রামের আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন হত্যা মামলায় আনজির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহিল জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বেলবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে আনজিরকে গ্রেপ্তার করে।
আবদুল লতিফ আরো বলেন, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন হত্যা মামলা দায়েরের পর দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন আনজির। গতকাল মঙ্গলবার রাতে তিনি বাড়ি ফেরেন।
গত ১৯ জুলাই নওগাঁর রানীনগরে ২৫ শতক জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনকে (৩৫) হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ওই সময় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১১ জন আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন জামায়াত নেতা মোজাফ্ফর হোসেনের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।