বগুড়ায় মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মেডিকেল শিক্ষার্থীদের আজ বুধবার বিকেল ৪টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
কলেজের উপাধ্যক্ষ এ কে এম আহসান হাবিব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে। এ ছাড়া সব শিক্ষার্থীকে আজ বিকেল ৪টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।’
urgentPhoto
কলেজের হোস্টেলের ক্যান্টিন পরিচালনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় শিক্ষার্থী আহত হন। তাঁদের ওই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, গত সোমবার ছাত্র হোস্টেলের ক্যান্টিন পরিচালনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে ক্যান্টিনে গতকাল রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সংঘর্ষ পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।
শাহ আলম আরো জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সিজারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।