মেডিকেলে ফের ভর্তি পরীক্ষার দাবিতে ঢাবিতে ধর্মঘট
মেডিকেল কলেজ পুনরায় ভর্তি পরীক্ষাসহ চার দফা দাবিতে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়েও চলছে ছাত্র ধর্মঘট। প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকে এই ধর্মঘট চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের মহানগর ও জেলাপর্যায়ের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ধর্মঘটের পক্ষে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ চলছে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে অনেকটা অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কার্জন হল, কলাভবন, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদে তালা লাগিয়ে দেন ধর্মঘটীরা। অবশ্য পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে তালা ভেঙে ফেলেন।
ধর্মঘটের সমর্থনে বেলা ১১টায় কলাভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার কলাভবনের সামনে এসে শেষ হয়। পরে তাঁরা সেখানে অবস্থান করেন।
এ সময় প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ বলেন, প্রশ্নপত্র ফাঁস দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। দেখা যাচ্ছে যে বর্তমান সময়ের সব ধরনের পরীক্ষাতেই প্রশ্ন ফাঁস হচ্ছে। এই প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা জড়িত শাস্তি দাবি করেন তিনি। সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাশ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের সমন্বয়ক এম এম পারভেজ লেনিন, পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য রিয়াল চাকমা, ছাত্র গণমঞ্চের বিলাস মাহমুদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক বিপ্লব ভট্টাচার্যসহ অন্যরা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, ‘শান্তিপূর্ণভাবে তারা ধর্মঘট পালন করছে। তবে শিক্ষার্থীদের পরীক্ষায় তারা কোনো বাধা দেয়নি।’ ধর্মঘটের মধ্যেও কয়েকটি বিভাগে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।