বিদেশি হত্যার বিষয়ে সরকারের কাছে তথ্য ছিল না : স্বরাষ্ট্রমন্ত্রী
বিদেশি নাগরিক হত্যার বিষয়ে সরকারের কাছে আগাম কোনো তথ্য ছিল না। কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা সরকারকে এ ধরনের কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বুধবার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
urgentPhoto
ইতালি কিংবা জাপানি নাগরিক হত্যাকাণ্ডের বিষয়ে আগাম কোনো তথ্য সরকারের কাছে থাকলে সরকার অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘এ ধরনের বলে নাই যে বিদেশিদের হত্যা করবে। আমাদের গোয়েন্দা সংস্থা যেগুলো বলেছিল, সেগুলো আমরা সুনিশ্চিতভাবে অ্যাড্রেস করেছিলাম। কখনোই পাশ্চাত্যের কোনো গোয়েন্দা সংস্থা আমাদের বলেনি যে বিদেশিদের হত্যা করা হবে।’
এর আগে মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছিলেন, বিদেশি নাগরিকদের হত্যাকাণ্ডের বিষয়ে তাদের কাছে তথ্য ছিল এবং তারা বাংলাদেশ সরকারকে এ বিষয়ে জানিয়েছেন। গত ৫ অক্টোবর, সোমবার জাতীয় প্রেসক্লাবের ডিপ্লম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাপ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রথম হত্যাকাণ্ডের ঘটনার আগেই নির্ভরযোগ্য সূত্র থেকে আমাদের কাছে তথ্য ছিল বিদেশি নাগরিকদের নিরাপত্তা হুমকিতে আছে।’
আজ বিষয়টি অস্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্য এক প্রশ্নের জবাবে গত বছর একটি বেসরকারি টিভি চ্যানেলের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী, পুরান ঢাকার লুৎফর রহমান এবং সর্বশেষ মধ্য বাড্ডার পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানের হত্যার ঘটনা একই সূত্রে গাঁথা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘এটা জামায়াতে ইসলামী হতে পারে, এটা যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, এটারও কোনো প্রতিক্রিয়া হতে পারে। এটা আমাদের দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আপনারা যে অগ্নি-সন্ত্রাস দেখেছেন, সেটারও একটা নতুন ফর্মুলা এটা হতে পারে। সবকিছুই হতে পারে।’ তিনি আরো বলেন, ‘ফারুকী হত্যা, এই হত্যা একই রকম মনে হচ্ছে। এটা আমাদের গোয়েন্দারা তদন্ত করছে। আমরা আপনাদের অবশ্যই পরিষ্কার কথা বলতে পারছি, অবশ্যই আমরা এ ধরনের কিলারদের ধরব।’
এ সময় গাইবান্ধায় সরকার দলের সংসদ সদস্য যে অপরাধ করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। সে সঙ্গে সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও উল্লেখ করেন তিনি।