প্রেসক্লাবে ঢুকে সভাপতিকে গালাগাল শ্রমিকলীগ নেতাদের
রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে সাতক্ষীরা প্রেসক্লাবে ঢুকে সভাপতি অধ্যক্ষ আবু আহমেদকে অশোভন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করেছেন জেলা শ্রমিক লীগের নেতারা। আজ বুধবার দুপুরে এ ঘটনার সময় শ্রমিক নেতারা সভাপতিকে খোঁজাখুঁজিও করেন। যদিও এ সময় তিনি ক্লাবে ছিলেন না।
বিকেলে প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আগামী তিনদিনের মধ্যে শ্রমিক লীগ নেতারা ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ না করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমিটি পুনর্বহালকে কেন্দ্র করে শ্রমিক লীগ সভাপতি সাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের নেতৃত্বে একদল শ্রমিক দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের ভিতরে ঢুকে পড়েন। এ সময় তাঁরা টেবিল চেয়ার ধাক্কাধাক্কি করে এবং প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদকে খোঁজাখুঁজি করে অশোভন ভাষায় গালাগালিজ করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা তাঁদের প্রতিরোধ করেন এবং প্রেসক্লাব থেকে তাড়িয়ে দেন।
সাংবাদিকরা জানান, প্রেসক্লাব সভাপতি জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে জানতে শ্রমিক লীগ সভাপতি সাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।