ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
সাতক্ষীরার শ্যামনগরের ধুমঘাট গ্রামের একটি হিন্দু পরিবারের জমি দখল করার অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম মোস্তফা ওরফে বাংলাভাইয়ের বিরুদ্ধে। আজ বুধবার এই অভিযোগ করে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ওই পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ধুমঘাট গ্রামের বাসুদেব পরিবারের শ্রীমতি মণ্ডল। তিনি জানান, গোলাম মোস্তফা ওরফে বাংলাভাই ৩০ সদস্যের একদল লাঠিয়াল সঙ্গে নিয়ে গত ১৩ সেপ্টেম্বর বাসুদেবের শত বছরের রেকর্ডের ২৫ শতক জমি জোর করে দখল করে নেন। এ সময় মোস্তফার সঙ্গে ছিলেন পাতড়াখোলা গ্রামের কাওসার আলী, জলিল বরকন্দাজ, ফারুক বরকন্দাজ, সামাদ বরকন্দাজ, রহিম বরকন্দাজ, ধুমঘাট গ্রামের নূর ইসলাম ও নুরুজ্জামান, আবদুর রশিদ ও ফটিকসহ আরো অনেকে।
শ্রীমতি মণ্ডল আরো জানান, এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। তা ছাড়া শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও তা রেকর্ড করা হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তফা ও তাঁর লাঠিয়াল বাহিনী বাসুদেব পরিবারকে এক রকম অবরুদ্ধ করে রেখেছে। মোস্তফা বাহিনী এরই মধ্যে এলাকার আরো কয়েকটি চিংড়িঘের, জমি ও দোকান দখল করে নিয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা বলেন, ‘আমি এ ধরনের কোনো দখলবাজির সাথে জড়িত নই। যুবলীগের কমিটি গঠন নিয়ে একটি মহল আমার ভাবর্মূর্তি বিনষ্ট করতে এই সংবাদ সম্মেলন করিয়েছেন। তাঁরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও শ্যামনগরে আরো একটি সংবাদ সম্মেলন করেছেন।’ এর নেপথ্যে স্থানীয় সংসদ সদস্য আছেন বলে দাবি করেন তিনি।