২৪ ঘণ্টার মধ্যে মান্নাকে হাজির করার আবেদন জানিয়ে রিট
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির করানোর জন্য রিট চেয়ে আবেদন করা হয়েছে। বিবিসি জানিয়েছে মান্নার সংগঠনের পক্ষ থেকে আবেদনটি করা হয়।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা ইফতেখার আহমেদ বাবু আজ মঙ্গলবার বিবিসিকে বলেন, মান্নাকে ২৪ ঘণ্টার মধ্যে হাজির করাতে রিট চেয়ে তাঁরা আবেদন করেছেন। ড. কামাল হোসেন এবং অন্যান্য আইনজীবী আবেদনটি দাখিল করেছেন এবং আগামীকাল সেটির শুনানি হবে।
মান্নার পরিবারের সদস্যরা বলছেন, মঙ্গলবার ভোরে কিছু লোক গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে তাঁকে নিয়ে গেছে। তবে গোয়েন্দা পুলিশ এক সংবাদ সম্মেলনে বলেছে তাঁরা এ ধরনের কোনো অভিযান চালায়নি।
পরিবারের সদস্যরা এখনো নিশ্চিত নন যে মান্না কোথায় আছেন।
বিবিসি ইফতেখার আহমেদকে উদ্ধৃত করেছে : ‘কোনো গুণ্ডা-বদমাশ-সন্ত্রাসী এভাবে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে পারে না।’ তিনি আরো বলেন, ‘পুলিশ যদিও বলছে যে, কারা মান্নাকে নিয়ে নিয়ে গেছে তা তাঁরা জানেন না- কিন্তু লক্ষ করবেন, তাদের কথায় একটা ফাঁক আছে।’
সম্প্রতি মান্নার সাথে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার টেলিফোন আলাপের অডিও গণমাধ্যমে ফাঁস হয়ে যায়।