বিএসএফের হাতে আটক বাংলাদেশি কিশোরীকে পাঁচ ঘণ্টা পর হস্তান্তর
বাবার সঙ্গে মাঠে ঘাস কাটতে কাটতে নিজের অজান্তে ভারতীয় এলাকায় ঢুকে পড়া বাংলাদেশি কিশোরীকে আটকের পাঁচ ঘণ্টার মধ্যে বিএসএফের কাছ থেকে ফেরত এনেছে বিজিবি। রাতে তাকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বিজিবির তলুইগাছা কোম্পানি কমান্ডার সুবেদার হায়দার আলী জানান, সদর উপজেলার কুশখালী গ্রামের কৃষক আবদুল মজিদ তাঁর মেয়ে রেনুকা খাতুনকে (১৪) সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সীমান্তের মাঠে ঘাস কাটছিলেন। বিকেল ৫টার দিকে রেনুকা ঘাস কাটতে কাটতে নিজের অজান্তেই ঢুকে পড়ে ভারতীয় এলাকায়। এ সময় বিএসএফ তাকে আটক করে।
এদিকে, এ ঘটনা জানার পর বিজিবি এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায়। রাত সাড়ে ১০টায় মেইন পিলার ১২-এর সাব-পিলার ৬-এর কাছে অনুষ্ঠিত হয় বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক। এতে বিজিবির পক্ষে সুবেদার হায়দার আলী ও বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া কোম্পানি কমান্ডার এসি বিনোদ কুমার। আলোচনার পর বিএসএফ রেনুকাকে বিজিবির হাতে তুলে দেয়।