সিরাজগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’একজন নিহত
সিরাজগঞ্জ পৌর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আসাদুল (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, আসাদুল আন্তজেলা নৌ-ডাকাত দলের সদস্য। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিনটি গুলি, একটি বিদেশি পিস্তল, ২১টি শটগানের গুলি ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, কাল রাতে আসাদুলকে আটক করে র্যাব। এর পর রাতেই তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে পৌর এলাকার মালশাপাড়া এলাকায় ওত পেতে থাকা তাঁর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসাদুল।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ধর্ষণের অন্তত ১১টি মামলা রয়েছে।