ভারতের ভিসা পেতে জাল কাগজ ব্যবহার হচ্ছে : সন্দীপ মিত্র
রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র দাবি করেছেন, জাল কাগজের মাধ্যমে বাংলাদেশের কিছু মানুষ ভারতীয় ভিসার জন্য আবেদন করছেন। আর এসব বিষয় ধরা পড়ায় চিকিৎসা ও ভ্রমণের জন্য ভিসা পেতে অন্যরা ভোগান্তির শিকার হচ্ছেন।
আজ শুক্রবার বেলা ১১টায় ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র ও তাঁর স্ত্রী মিরা মিত্র দুদিনের সফরে নওগাঁ আসেন। নওগাঁর শ্রীশ্রী বুড়া কালীমাতা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
সন্দীপ মিত্র বলেন, ‘বাংলাদেশিদের এত সুযোগ-সুবিধা দেওয়ার পরেও কতিপয় অসাধু ব্যক্তিবর্গ চিকিৎসকদের চিকিৎসাপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জাল করে ভিসার জন্য আবেদন করছেন। বিভিন্ন সময় জালিয়াতির বিষয় ধরা পড়ার কারণে অনেক সময় চিকিৎসা ও ভ্রমণের জন্য ভিসা পেতে অনেককে ভোগান্তিতে পড়তে হচ্ছে।’
সন্দীপ মিত্র আরো বলেন, ‘বাংলাদেশিদের ভারতে যাতায়াতের ক্ষেত্রে নয়টি ক্যাটাগরির ভিসা ব্যবস্থা অনেক সহজ করা হয়েছে। যার ফলে সহজেই ভিসা নিয়ে বাংলাদেশিরা ভারতে ভ্রমণ, চিকিৎসা করানোর জন্য যাতায়াত করতে পারছে। আগামীতে ভিসা ব্যবস্থা আরো সহজ করার জন্য প্রক্রিয়া চলছে।’
সন্দীপ মিত্র বলেন, ‘ভারতীয় হাইকমিশনের অধীনে রাজশাহী কার্যালয় থেকে প্রতিদিন অনলাইনের মাধ্যমে ৩০০ এবং চিকিৎসাসহ অন্যান্য কারণে আরো ১৫০ জনকে ভিসা দেওয়া হচ্ছে।’ তিনি আরো জানান, আগামীতে ভিসা ব্যবস্থা কীভাবে আরো সহজতর করা যায় সে বিষয়ে কার্যক্রম চলছে। বাংলাদেশিরা যাতে আরো সহজে ভিসা পেতে পারেন, সেদিকে ভারতীয় সরকারের নজর আছে।’
এ সময় কালীতলা মণ্ডপের সাধারণ সম্পাদক অখিল চন্দ্র ঘোষ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে ভারতীয় সহকারী হাইকমিশনার সস্ত্রীক কালীতলা পূজা মণ্ডপে আয়োজিত পূজায় অংশ নেন এবং মণ্ডপ চত্বর ঘুরে দেখেন।
সন্দীপ মিত্রের সঙ্গে সহকারী পুলিশ সুপার (এএসপি) কানাই লাল সরকার, কালীতলা পূজা মণ্ডপের সহসভাপতি শিশির কুমার দাস, সদস্য অরুণ কুমার সাহা নেপাল, পবন কুমার আগরওয়ালা, অনুপ কুমার বসাক, অনিল চন্দ্র দাস, রবীন চন্দ্র মণ্ডল, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশনের সাধারণ সম্পাদক শংকর রঞ্জন সাহা, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত, পৌরসভার কাউন্সিলর আবদুর রাজ্জাকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র ও তাঁর স্ত্রী মিরা মিত্র নওগাঁর মহাশ্মশান, আখড়াবাড়ী পূজা মণ্ডপসহ শহরের বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। বিকেলে নওগাঁ ড্যাফোডিলস শিশু শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে একুশ উদযাপন পরিষদ ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্রকে সংবর্ধনা দেয়।