খুলেছে শজিমেকের আবাসিক হল
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনদিন বন্ধ থাকার পর আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় শিক্ষার্থীদের জন্য হল খুলে দেয় কর্তৃপক্ষ।
কলেজ অধ্যক্ষ আহসান হাবিব এনটিভি অনলাইনকে জানান, দুপুরে একাডেমিক পরিচালনা কমিটির সিদ্ধান্তে বিকেল ৪টায় শিক্ষার্থীদের আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আগামীকাল রোববার থেকে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কর্তৃপক্ষ হল খুলে দেওয়ার ঘোষণার পর পরই ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করেছেন।
গত সোমবার ছাত্র হোস্টেলে ক্যান্টিন পরিচালনা নিয়ে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়।
অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষ গত বুধবার ক্যাম্পাস ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।