প্রশ্ন ফাঁসের ‘প্রমাণ’ দিলেন মেডিকেলে ভর্তীচ্ছুরা
মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ‘তথ্য-প্রমাণ’ হাজির করলেন আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ছাত্র-অভিভাবক ঐক্য ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁরা স্বাধীন কমিশনের মাধ্যমে ঘটনা তদন্তের দাবি জানান। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
urgentPhoto
ঘটনার সমাধানে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
মেডিকেলে ভর্তীচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন করে ভর্তি পরীক্ষার দাবিতে টানা ২২ দিন আন্দোলন করলেও সরকারের পক্ষ থেকে বারবার প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিযোগ প্রমাণ দিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সংবাদ সম্মেলনে কিছু তথ্য হাজির করেন।
সংবাদ সম্মেলনে মেডিকেল প্রশ্ন ফাঁসের ‘তথ্য-প্রমাণ’ উপস্থাপন করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসেফ বিন তাকি। তিনি বলেন, ‘১৮ সেপ্টেম্বর, রাত ১২টা ৩০ (মিনিট); তার মানে পরীক্ষা শুরু হওয়ার কথা সকাল ১০টায়, সেখানে সাড়ে নয় ঘণ্টা আগে প্রশ্নটা এখানে আসল (অনলাইনে দেখা গেছে)। কাকতালীয়ভাবে ১০টা (প্রশ্ন) মিলতে পারে, ২০টা প্রশ্ন মিলতে পারে, ৩০টা প্রশ্ন মিলতে পারে, ধরেন ৫০টা বললাম; ৭৭টা প্রশ্ন (মিলে যাওয়া) এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না।’
তাকি বলেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই, তিনি একটি তদন্ত কমিশন গঠন করুন। এবং আমাদের যে দাবি-দাওয়া আছে, তিনি এগুলো পরীক্ষা করে দেখুন।’
প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করলেও স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে একজন সংসদ সদস্য আন্দোলনরতদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন বলে জানান আন্দোলনের একজন সমন্বয়ক। সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনায় আগ্রহের কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। তাতেও কাজ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান তাঁরা।
এর আগে আজ সকালে আন্দোলনরত মেডিকেল ভর্তীচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। আগামীকাল রোববার সকাল ১০টায় আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের মিলিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।