বিজেএর সাবেক সভাপতি আমজাদ হোসেনের ইন্তেকাল
বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) সাবেক সভাপতি খুলনার দৌলতপুরের প্রবীণ পাট রপ্তানিকারক মো. আমজাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি তিন ছেলে, তিন মেয়ে, বড় ভাই প্রবীণ পাট রপ্তানিকারক এ টি মৃধাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ শনিবার সকালে রেলিগেটে তাঁর বাসভবনে যান সাবেক প্রতিমন্ত্রী খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান, পাট রপ্তানিকারক আলহাজ আবদুল মান্নান, আলহাজ শরীফ ফজলুর রহমান, শরীফ সোবাহান হোসেন, সৈয়দ শেখ আলী, লক্ষণ ভট্টাচার্য, এস এম সাইফুল ইসলাম পিয়াস, হারুন অর রশিদ আকুঞ্জী প্রমুখ।
বেলা পৌনে ১২টায় দৌলতপুর বিজেএ কার্যালয় প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দৌলতপুরের বিভিন্ন স্তরের সামাজিক নেতা উপস্থিত ছিলেন। জানাজায় অংশ নেন সাবেক সংসদ সদস্য শরীফ খসরুজ্জামান, সিকে মণ্ডলসহ বিজেএর সদস্যরা।
পরে জোহরের নামাজের পর মরহুমের দ্বিতীয় জানাজা হয় রেলিগেট জামে মাসজিদে। এরপর তাঁকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।
মরহুম আমজাদ মৃধা বৃহত্তর যশোর জেলার ঝিনাইদহ থেকে বড় ভাই এ টি মৃধার সঙ্গে পাট ব্যবসা করতে এসে খুলনায় স্থায়ীভাবে বসবাস করেন। মরহুমের বড় ছেলে আলম মৃধা খুলনা নিউ মার্কেটের অডিও পয়েন্টের মালিক। আগামী সোমবার বিজেএ দৌলতপুর এবং মঙ্গলবার মরহুমের নিজ বাসায় কুলখানি অনুষ্ঠিত হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।