রামগঞ্জের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অনুদান
প্রাথমিক শিক্ষার উন্নয়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে শিক্ষা অনুদান দেওয়া হয়েছে। রসুলপুর ফাউন্ডেশন এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আজ শনিবার দুপুরে এই অনুদান তুলে দেন।
এ উপলক্ষে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর ফাউন্ডেশনের উদ্যোগে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রবীণ শিক্ষক আবদুল মান্নানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হাসান আহামেদ চৌধুরী কিরণ বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের নিরাপদ পরিবেশে শিক্ষার ব্যবস্থা করতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশু ও তরুণদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করতে হবে। বাল্যবিবাহ বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে হবে। মায়ের কোলে কিংবা পেটে কোনো শিশু যেন আর গুলিবিদ্ধ না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমানে শিশুরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। তাই প্রতিটি শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ চাই।
হাসান আহমেদ চৌধুরী কিরণ সরকারের পাশাপাশি স্থানীয় লোকজনকে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। পরে তিনি ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অনুদান দেন।
এর আগে রসুলপুর ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ইউনিফরম ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রবীণ শিক্ষক আবদুল মান্নান। সমাবেশে জেলায় কর্মরত প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধি, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।