শান্তি রাণী চৌধুরী আর নেই
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চণ্ডীপুর নিবাসী শান্তি রায় চৌধুরী আর নেই। আজ শনিবার ভোরে ফরিদপুর আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ম্যালেরিয়ায় ভুগছিলেন।
শান্তি রাণী চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি এনটিভি জেলা প্রতিনিধি ও সংবাদ প্রতিদিনের ফরিদপুর ব্যুরো প্রধান সঞ্জিব দাসের মাসি (খালা)।
দুপুরে চণ্ডীপুর গ্রামের পারিবারিক শ্মশানে শান্তি রাণীর শেষকৃত্য সম্পন্ন হয়।