পদ্মা সেতুর বিদেশিদের নিরাপত্তা জোরদার

পদ্মা সেতু প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের বাড়তি নিরাপত্তা দেবে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার বিকেলে পদ্মা সেতু প্রকল্প এলাকা শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় ঠিকাদারি প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সভা করে এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে নিয়োজিত বিদেশি নাগরিকদের খোঁজ নেওয়ার জন্য প্রকল্প এলাকা পরিদর্শনে এসেছি। তাঁদের কোনো উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে কি না তা জানার জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে সভা করেছি। বিদেশি নাগরিকদের কেউ তাঁদের উৎকণ্ঠার কথা আমাকে জানায়নি। তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছি।’
‘পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প। প্রধানমন্ত্রী নিজে এ প্রকল্পের খোঁজ-খবর রাখেন। তিনি প্রকল্প সংশ্লিষ্ট সব বিদেশি নাগরিকদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছে।’ যোগ করেন সেতুমন্ত্রী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের, পরামর্শক প্রতিষ্ঠান কোরিয়ান এক্সপ্রেস ওয়ের প্রতিনিধি ব্রুজ হান্টার, ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রোর প্রতিনিধি চৈ এবং লি, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের পরিচালক আবিদুর রহমান প্রমুখ।
সেতু বিভাগ সূত্র জানায়, পদ্মা সেতু নির্মাণে কাজ করছে চায়না মেজর ব্রিজ কোম্পানি, নদী শাসন প্রকল্পের কাজ করছে চায়নার সিনো হাইড্রো ও পরামর্শক হিসেবে কাজ করছে কোরিয়ান এক্সপ্রেস ওয়ে নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর প্রায় এক হাজার ১০০ কর্মকর্তা-কর্মচারী প্রকল্প এলাকায় কর্মরত রয়েছেন। এখানে কানাডা, কোরিয়া, যুক্তরাজ্য ও চায়নার নাগরিকরা কাজ করছেন।
সম্প্রতি দুই বিদেশি নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনার পর কয়েকটি দেশ বাংলাদেশে অবস্থানরত তাঁদের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছে।