প্রধানমন্ত্রীর বক্তব্য ভিত্তিহীন : বিএনপি
বিদেশি হত্যার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে অসত্য বক্তব্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজজ্জামন রিপন। তিনি বলেন, ‘বিদেশে বসে খালেদা জিয়া ষড়যন্ত্র করেছেন, প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ভিত্তিহীন। এমন বক্তব্য দিয়ে মূল ঘটনাকে আড়াল করছে সরকার।’
urgentPhoto
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আসাদুজজ্জামন রিপন এসব কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘খালেদা জিয়া বিদেশে থেকে দেশের বিদেশিদের হত্যার আন্দোলনে মেতেছেন—প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য বিএনপি প্রত্যাখ্যান করছে এবং এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছে।’ তিনি বলেন, প্রতিপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে, যা অনভিপ্রেত। সরকারের শীর্ষ পর্যায় থেকে এমন কথা বলা হলে যেকোনো ঘটনার স্বাভাবিক তদন্ত ব্যহত হয়। ওই বক্তব্য দ্বারা তদন্ত পক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে।
আসাদুজজ্জামন রিপন আরো বলেন, বিদেশি হত্যার কারণে দেশে বিনিয়োগ করতে আর আসছেন না বিদেশি ব্যবসায়ীরা। অর্থনৈতিক স্বার্থে নিরাপত্তা সংকট দূর করতে হবে। যেখানে নিরাপত্তা সংকট দূর করা প্রয়োজন, সেখানে বিএনপি ও এর চেয়ারপারসনকে জড়িয়ে অসত্য বক্তব্য দেওয়া হচ্ছে। এতে নিরাপত্তা সংকট আরো বাড়বে। এমন বক্তব্য দিয়ে বিদেশি হত্যার মূল ঘটনাকে আড়াল করছে সরকার।
এর আগে সকালে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তিনি বলেন, দেশে ক্রান্তিকালে চলছে, এর নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।