হাসপাতালে শিশু মৃত্যু : তিন চিকিৎসক ফের রিমান্ডে
রাজধানীর লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে মাত্র এক ঘণ্টায় তিন শিশুর মৃত্যুর মামলায় আটক তিন চিকিৎসককে ফের একদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম রাশেদুজ্জামান তালুকদারের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ সাহা তিন চিকিৎসককে হাজির করে ফের সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার তাঁদের প্রত্যেককে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে পাঠানো ব্যক্তিরা হলেন ডা. শিশির রঞ্জন দাস, ডা. আব্দুল্লাহ আল আহাদ ও ডা. আফতার উদ্দিন।
গত ৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত তাঁদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২ অক্টোবর রাজধানীর লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে রাতে মাত্র এক ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়। এ নিয়ে এক সপ্তাহে ওই হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়। পরবর্তী সময়ে তাঁদের গত ৩ অক্টেবর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।