দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে কাল
রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে প্রস্তাব আগামীকাল সোমবার মন্ত্রিসভায় উঠছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তৈরি করা এ-সংক্রান্ত একটি প্রস্তাব এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
আগামীকাল মন্ত্রিসভার বৈঠকে পৌরসভা আইনের সংশোধনীও ওঠার কথা রয়েছে। ক্রমান্বয়ে স্থানীয় সরকারের অন্তর্ভুক্ত অন্য প্রতিষ্ঠানগুলোর নির্বাচনও দলীয় পরিচয় ও প্রতীকে করার উদ্যোগ নেবে স্থানীয় সরকার বিভাগ।
এ বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা বহু চিন্তাভাবনা ও যাচাই বাছাই করে এ উদ্যোগ নিয়েছি। এর ফলে স্থানীয় পর্যায়ে রাজনীতি আরো শক্তিশালী হবে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা আরো মজবুত ভিত্তির ওপর দাঁড়াবে।’
শিগগিরই মন্ত্রিসভায় স্থানীয় সরকার বিভাগের পেশ করা এ প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পাবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
প্রসঙ্গত, সিটি করপোরেশন থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর নির্বাচন এতদিন ধরে রাজনৈতিক দলের পরিচয় ও দলীয় প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। তবে এসব নির্বাচনের প্রার্থী বাচাই থেকে শুরু করে নির্বাচনী প্রচার প্রচারণায় রাজনৈতিক দলের উপস্থিতি প্রকাশ্যেই ছিল।