পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হবে : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যেকোনো মূল্যে পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হবে। আমরা যতই উন্নয়নমূলক কাজ করি না কেন, শৃঙ্খলা না থাকলে তা কোনো কাজে আসবে না।’
আজ রোববার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শন শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘সড়ক মহাসড়কের জায়গাগুলো দখলমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। আগামী এক মাস পর ঢাকা-আরিচা মহাসড়কসহ সারা দেশে সড়ক ও মহাসড়কের অবৈধ দখলদারমুক্ত করার অভিযান চলবে।’ সড়কের জায়গা দখলমুক্ত করতে রাজনৈতিকসহ প্রভাবশালীদের যত বাধা আসুক না কেন তা আমলে না নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী আজ বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নেমে কয়েকটি যাত্রীবাহী বাসে ওঠেন। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের কোনো অভিযোগ আছে কি না তা শোনেন। এ ছাড়া কয়েকটি ফিটনেসবিহীন যানবাহন পরিদর্শনকালে কাগজপত্র দেখাতে না পারায় মামলা করার নির্দেশ দেন।
এ সময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক উপস্থিত ছিলেন।
মহাসড়কে এখনো ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে-এমন প্রশ্নে মন্ত্রী বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারবে না। এরপরও মহাসড়কে এসব যানবাহন চলাচল করে থাকলে তা বন্ধের জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন।