৪০০ গ্রাম হেরোইনসহ বাসচালক আটক

নাটোরে ৪০০ গ্রাম হেরোইনসহ এক বাসচালককে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি
নাটোরে চারশো গ্রাম হেরোইনসহ বাহারুল ইসলাম নামে এক বাসচালককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ দাবি করেছে, এসব হেরোইনের দাম ৪০ লাখ টাকা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের হরিশপুর বাইপাস এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসচালক বাহারুলের ব্যাগে কাপড়ে মোড়ানো চারটি চানাচুরের প্যাকেটের ভেতর থেকে ৪০০ গ্রাম হেরোইন আটক করে পুলিশ। বাহারুল আটক হলেও এ সময় পালিয়ে যায় বাসের অন্য কর্মচারীরা।
তবে এতে ভোগান্তিতে পড়েন বাসের যাত্রীরা। গন্তব্যে না গিয়ে সারা রাত থানার সামনে বাসে বসে রাত পার করতে হয় তাঁদের। পরে সকালে অন্য বাসে তুলে দেওয়া হয় যাত্রীদের।