মুক্তিযোদ্ধার সন্তান কোটা
নিয়োগ দেওয়ার পর যাচাই করছে ইসি
সম্প্রতি মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন পদে ১৯ জন কর্মচারীকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই কর্মচারীরা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কি না তা যাচাই করার জন্য এখন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে কমিশন।
জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষর করা চিঠিটি গত ৭ অক্টোবর পাঠানো হয়। এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সেই কর্মচারীদের নামের তালিকা।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সম্প্রতি কমিশনের শূন্য পদে শতাধিক কর্মচারী নিয়োগ করা হয়। এঁদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দেওয়া হয় ১৯ জনকে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, যাচাইয়ের জন্য তালিকা থেকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার নাম, বাবার নাম, উপজেলা/জেলা, জন্মতারিখ, মুক্তিবার্তার নম্বর, গেজেট নম্বর ও তারিখ, সনদ নম্বর, তারিখ ও স্মারক নম্বর মিলিয়ে দেখতে বলা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে।