খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা স্বাভাবিক প্রক্রিয়া : তোফায়েল
বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইনের স্বাভাবিক প্রক্রিয়া। তাঁর উচিত, এ পরিস্থিতি আইনগতভাবে মোকাবিলা করা।
আজ বুধবার দুপুর দেড়টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব কথা বলেন তোফায়েল আহমেদ। এর আগে ঢাকায় নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেলের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
ব্রিফিংকালে ঘণ্টাব্যাপী বৈঠক সম্পর্কে আর কিছু জানাননি বাণিজ্যমন্ত্রী।
খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কি না, জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। তাই আইন অনুযায়ীই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার কি না, এ প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। খালেদা জিয়া কোনো কিছুই কেয়ার করছেন না। বিশ্ব ইজতেমা, পরীক্ষা, একুশে ফেব্রুয়ারিতেও কর্মসূচির নামে নাশকতা চালিয়েছেন। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার স্বাভাবিক প্রক্রিয়ায় চলে। বিএনপির আমলে আমরাও আইনের ঊর্ধ্বে ছিলাম না। আমাদেরও ওই সময় এমন সব মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। বিদেশ থেকে ঢাকা এয়ারপোর্টে আসার পর আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ সময় আমাদের প্রত্যেক নেতা-কর্মী এ ধরনের হয়রানির শিকার হয়েছেন।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার আটক হওয়ার ব্যাপারে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। আমাদের দলেও ছিলেন। তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের অবাক করছে।’
বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো সংলাপ ও সমঝোতার তাগিদ দিয়ে যাচ্ছে। সরকার তা আমলে নিচ্ছে না কেন—এ প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে যেকোনো সংস্থা উদ্বেগ প্রকাশ করতেই পারে। আমাদের নিজস্ব রাজনীতিতে কেউ কোনো হস্তক্ষেপ করবে না। রাজনীতির সঙ্গে রাজনীতির সংলাপ হতে পারে, কিন্তু রাজনীতির সঙ্গে অপরাজনীতির সংলাপ হতে পারে না।’
তোফায়েল আরো বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কয়েক দিনের মধ্যে তা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে—এ প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, তারিখ দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা যাবে না।