দেবী দুর্গার আগমনের ক্ষণগণনা শুরু
শুভ মহালয়া আজ সোমবার। আজ থেকে মর্ত্যলোকে দেবী দুর্গার আগমনের ক্ষণগণনা শুরু। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের সূচনা।
এ উপলক্ষে ভোরে রাজধানীর বনানী-শুলশান সার্বজনীন পূজা পরিষদ আয়োজন করে দেবী দুর্গাকে বরণ অনুষ্ঠানের। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
পঞ্জিকামতে, আজ ঋতু শরতের শেষ দিন, অমাবস্যা তিথি। পিতৃপক্ষ থেকে দেবীপক্ষের সূচনালগ্ন। পূর্বাহ্ণে দেবীর ঘট স্থাপন ও পূজার মধ্য দিয়ে এ দিন বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা শুরু করেন দেবীকে বরণ করার আনুষ্ঠানিকতা। মহালয়ার অনুষ্ঠানে সবাই প্রত্যাশা করেন, দেবীর আগমনে সুখী-সমৃদ্ধ হয়ে উঠবে পৃথিবী। তাঁদের আশা, এই মাতৃশক্তি অসুর বিনাশ করে মানবজাতিকে দেখাবে শুভবুদ্ধির পথ।
গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ বলেন, ‘উনি (দেবী দুর্গা) প্রতিবছরই এভাবে মর্ত্যে আসেন এবং আসুরিক শক্তিকে বিনাশ করে, শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করে উনি যান। এটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট (ধারণা)।’