শিশু গুলিবিদ্ধ : এমপি লিটনকে হাজির করতে নির্দেশ
গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে দুপুর ১টায় আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক শিশুকে গুলি করে আহত করার মামলায় হাইকোর্টে জামিন আবেদনের শুনানির সময় আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চৌধুরীর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এমপি লিটনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোখছেদুল ইসলাম। এ বিষয়ে মোখছেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সকালে আমরা জামিনের শুনানি করতে গেলে আবেদনকারীকে (এমপি লিটনকে) উপস্থিত করার জন্য আদালত নির্দেশ দেন। দুপুর ১টায় শুনানি হবে।’
এর আগে রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এমপি লিটনের পক্ষে আইনজীবী এস এম আরিফুল ইসলাম এ আবেদন দায়ের করেন।
গত ২ অক্টোবর মঞ্জুরুল ইসলাম লিটনর ছোড়া গুলিতে নয় বছর বয়সী সৌরভ নামের এক শিশু আহত হয়। পরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আহত সৌরভ সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণের সাজু মিয়ার ছেলে। সে গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
ওই ঘটনায় মামলার পর থেকে আত্মগোপনে রয়েছেন এমপি লিটন। তাঁকে পুলিশ গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে নানা কর্মসূচি পালিত হচ্ছে গাইবান্ধায়।