হাসপাতালে ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগ
বরগুনায় অভ্যন্তরীণ কোন্দলের জেরে হামলায় ছাত্রলীগ নেতা ও তরুণ লীগকর্মী আহত হয়েছেন। আহত এক ছাত্রলীগ নেতা হাসপাতালে চিকিৎসার সময়ও প্রতিপক্ষ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
হামলার শিকার ও বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জেলা ছাত্রলীগের সহসম্পাদক আসাদুজ্জামান রাজু এবং তরুণ লীগকর্মী অভিজিৎ তালুকদার অভি এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
জেলা ছাত্রলীগের সহসম্পাদক আসাদুজ্জামান রাজু জানান, বিকেলে শহরের কলেজ ব্রাঞ্চ সড়কের একটি বাসায় দাওয়াত খেয়ে বের হওয়ার সময় তরুণ লীগকর্মী অভিজিৎ তালুকদার অভির নেতৃত্বে তরুণ লীগের কয়েকজন তাঁর ওপরে হামলা চালায়।
হামলায় আহত হয়ে বাবার সঙ্গে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে সেখানেও তাঁর ওপর আরেক দফা হামলা হয় বলে অভিযোগ করেন রাজু। তিনি বলেন, ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে অভি ও তাঁর সহযোগীরা।
আহত রাজুর বাবা সেলিম মোল্লা অভিযোগ করেন, হাসপাতালে তাঁর সামনেই ছেলে রাজুকে কুপিয়ে জখম করে অভি ও তাঁর সহযোগীরা। এ সময় রাজুকে ছেড়ে দেওয়ার জন্য অভি ও তাঁর সহযোগীদের কাছে অনুনয়-বিনয় করলেও তাঁরা তা শোনেননি।
অন্যদিকে অভিজিৎ তালুকদার অভি জানান, অবৈধ মাদক ব্যবসার প্রতিবাদ করায় বিকেলে শহরের কলেজ ব্রাঞ্চ সড়কে তাঁর ওপর হামলা চালায় আসাদুজ্জামান রাজু ও তাঁর সহযোগীরা।
এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি জোবায়ের আদনান অনিক বলেন, বিগত যেকোনো সময়ের চেয়ে বরগুনা জেলা ছাত্রলীগের কার্যক্রম অনেক বেশি গতিশীল হয়ে ওঠায় একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে আক্রোশমূলকভাবে একের পর এক এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এ ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
তরুণ লীগ ও ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল প্রসঙ্গে অনিক বলেন, এর আগে একটি ঘটনাকে কেন্দ্র করে যে ভুল বোঝাবুঝি হয়েছিল ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে তা মিটমাট হয়ে গেছে।
জেলা তরুণ লীগ সভাপতি সুনাম দেবনাথ জানান, এ ঘটনার সঙ্গে তরুণ লীগের কেউ সম্পৃক্ত নয়। তিনি আরো বলেন, যত দূর জেনেছি, ছাত্রলীগ নেতা রাজু এর আগে অভিজিতের বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপমান করেছিলেন। এসব বিষয় নিয়ে রাজু ও অভিজিতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয়েই আহত হন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, খবর পেয়ে তিনি বরগুনা জেনারেল হাসপাতালে যান এবং সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।